চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড যুবদলের দিবসিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর শাখার ৮নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন’২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিবসিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ সলিম উল্যা সেলিম। এ সময় তিনি বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি আর ভোট চোর, টাকা চোর, দুর্নীতিবাজ, গয়না চোর, ব্যাংকের রিজার্ভ চোর, ভূমি খেকো, বালু খেকো ধরার জন্য প্রস্তুতি নিতেছি। তাদেরকে ধরার জন্যই আমরা সম্মেলন করতেছি, যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয় তাহলেই কিন্তু এই চোর ধরা খেয়ে যাবে। ইনশাআল্লাহ সেই চোর ধরার সময় খুব কাছাকাছি। আপনাদের একটা বার্তা দিচ্ছি, সকল নেতাকর্মীদেরকে জানিয়ে দিবেন আজকে পর্যন্ত সর্বশেষ পর্যন্ত খবর হল খুব অল্প সময়ের মধ্যে এদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরো বলেন, বাইরের রাষ্ট্র থেকে যত বিদেশীরা আসে প্রত্যেকে শেখ হাসিনাকে একটি কথা বলে নিরপেক্ষ নির্বাচন দেন, আর গতকালকে হিন্দুস্তানের পররাষ্ট্র সচিব এসে বলে আমরা আপনাদের সাথে আছি।

আর বিভিন্ন দেশের থেকে বিদেশীরা এসে বলে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে হবে। হিন্দুস্থান শেখ হাসিনার সাথে থাকুক আর আমরা সারা বাংলার মানুষ বেগম খালেদা জিয়ার সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই যে বাজারের জিনিসপত্রের দাম বাড়লো এটা একমাত্র আওয়ামী সিন্ডিকেটের কারণে। বাংলার মানুষ আপনাদের জাগতে হবে চোর ধরার জন্য আমরা দেখতে চাই চোরের শক্তি বেশি নাকি মালিকের শক্তি বেশি? মালিকের শক্তি যদি বেশি হয় তাহলে এদেশের মালিক হচ্ছে বাংলার জনগণ।

আর আমরা এদেশের জনগণদের নিয়েই এ দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ সামছল ইসলাম মন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী। ৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবুল হাওলাদারের সভাপতিত্বে, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক শাজাহান কবির খোকা এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার বাবর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহবায়ক আল-আমিন মুন্সি, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাৎ হাওলাদার, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক কাইয়ুম খান, সুমন বেপারী, সোহেল গাজী, মমিন হাওলাদার, পৌর যুব দলের সদস্য আলমগীর শেখ, সাইফুল মাল, রুবেল মৃধা, রুম্মন, আল আমিন খান, সম্মেলনে ৮ নং ওয়ার্ড যুবদলের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতির দায়িত্ব পান বাবুল হাওলাদার, সহ-সভাপতি কালু রাড়ি, ফরিদ খান, সাধারণ সম্পাদক শাহাদাত খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল খন্দকার, জুয়েল খান, সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর যুবদলের সদস্য হান্নান বেপারী এবং নেতাকর্মীরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

Related posts

Leave a Comment