চাঁদপুর-শরীয়তপুর মেঘনা সেতু প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদে চাঁদপুর-শরিয়তপুর সড়কে মেঘনা নদীর উপরে সেতু নির্মাণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুুুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১০. টায় চাঁদপুর জেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের কন্ফারেন্স রুমে চাঁদপুর-শরিয়তপুর সড়কে মেঘনা নদীর উপরে সেতু নির্মাণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুুুষ্ঠিত হয়।

১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম খান এ সভার সভাপতিত্ব করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ ১১নং ইব্রাহিমপুরের সম্মানিত চেয়ারম্যান মো: কাশেম খান ও ১৩নং ইউনিয়ন চেয়ারম্যান আ: সাত্তার রাঢ়ি।

অনুষ্ঠানে ঊপস্থিত ছিলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মানিত সহকারি প্রকৌশলি রফিকুল ইসলাম, বাংলাদেশের স্বনামধন্য এবং এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কনসালটিং ফার্ম ডেভেলপমেন্ট ডিজাইন কনসাট্যান্ট লিমিটেড (ডি ডি সি) এর ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁদপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান, ভারতের কলকাতা থেকে আগত ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এক্সপার্ট ডক্টর সমর কুমার ব্যাণার্জি, বাংলাদেশের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেসালিস্ট ডক্টর তাজুল ইসলাম, ইকোলোজিস্ট বশির আহমেদ, সোসিওলোজিস্ট আইরিন নাহার, এবং সভার সমন্বয়কারি হিসাবে ডেভেলপমেন্ট সলুসনস কনসালট্যান্ট লিমিটেড এর পক্ষে জনাব রাজিব রায়।

অনুষ্ঠানে আরও ঊপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়নের মেম্বারগণ, এলাকার গণ্য-মান্য এবং সর্বসাধারণ ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে, বাংলাদেশের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেসালিস্ট ডক্টর তাজুল ইসলাম প্রকল্পের প্রেক্ষাপট সবার সামনে তুলে ধরেন। এরপর, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এক্সপার্ট ডক্টর সমর কুমার ব্যাণার্জি তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশেনের মাধ্যমে প্রকল্প এলাকার পরিবেশ সম্পর্কিত বর্তমান অবস্থা এবং সেতুর প্রসাবিত নকশা এর সাথে পরিবেশ বান্ধবতার সম্পর্ক আলোচনা করেন। পরবর্তীতে প্রকল্পের ইকোলোজিস্ট বশির আহমেদ এবং সোসিওলোজিস্ট ইরিন নাহার প্রকল্প সম্পর্কিত তাদের নিজেদের উপস্থাপনা সবার সামনে তুুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত জনগণ এবং টিম মেম্বার এর মাঝে পরিবেশের উপর সেতু নির্মাণের ক্ষতিকর প্রভাব এবং সেগুলো মোকাবেলা করার প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষের দিকে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় মো: সেলিম খান বাংলাদেশ সরকারের কাছে সেতু নির্মাণের কাজ তারাতারি শুরু করার অনুরোধ ঞ্জ্যাপন করে উক্ত সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।

Related posts

Leave a Comment