চাঁদপুর সদর মডেল থানার ওসিকে বিদায়-বরণ

চাঁদপুর ডাক।।

চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ এর বিদায় ও নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ মোহাম্মদ শেখ মুহসীন আলমকে বরণ করে নিয়েছে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টররা।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে সদর মডেল থানায় বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিদায়ী অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন চাকুরির সুবাধে আপনাদের সাথে কাজ করেছি। দায়িত্বের কারনে অনেক সময় অনেক ধরনের কথা বলেছি। এতে কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চাঁদপুর মডেল থানার প্রত্যেকটি সদস্য কর্মদক্ষ ও স্মার্ট। তারা কাজের ধরন বুঝে। আপনাদের সাথে কাজ করে অনেক মজা পেয়েছি। যেখানেই থাকি আপনাদের কথা চিরদিন মনে থাকবে।

নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ মোহাম্মদ শেখ মুহসীন আলম বলেন, আপনাদের সাথে নিয়ে সদরের আইনশৃঙ্খলা রক্ষায় নিজের সেরাটা দিতে চাই। এতে আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন। নিজের অভিজ্ঞতা ও আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো।
উপস্থিত ছিলেন ওসি তদন্ত আব্দুর রাজ্জাক মীর , ওসি ইন্টিলিজন্স শামছুল আলম, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউল্ল্যাহ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা সহ অনান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এসময় বিদায়ী ও নবাগত অফিসার্স ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ পরিদর্শক শাহরিন হোসেন।

Related posts

Leave a Comment