ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে চাঁদপুর মেডিকেল কলেজের কনফারেন্স রুমের টিনেরচাল, বৈদ্যুতিক পাখা, লাইট ও সিলিং উড়ে গিয়ে পাশবর্তী পুকুরে পড়ে যায়।
এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। গত সোমবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের চতুর্থ তলার ছাদে এই ঘটনাটি ঘটে। চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ জামাল সালেহ উদ্দিন জানান, গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রচন্দডড বাতাসে চাঁদপুর মেডিকেল কলেজের কনফারেন্স রুমের টিনেরচাল, ১০টি বৈদ্যুতিক পাখা, টিউবলাইট ও সিলিং পাশ্ববর্তী পুকুরে উড়ে যায়।
আর ঝড়ের সময় রুমে থাকা চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়। এতে প্রায় ৩ থেকে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনি আরও জানান, আমি বিষয়টি গনপূর্তসহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরবর্তীতে মজবুতভাবে কাজটি সম্পন্ন করা হবে বলে গনপূর্ত থেকে আশ্বস্থ করা হয়।