দ্বৈত উত্তরণঃ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ-জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। দ্বৈত উত্তরণঃ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ-জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩১ জুলাই বিকেল ৩.৩০ সময় চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ইউএসএআইডি ও বিইআই এর উদ্দ্যোগে দ্বৈত উত্তরণঃ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ-জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব শীর্ষক ৫০/৬০ জনের উপস্থিতিতে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জাকির হোসেন হিরু, বাসদের সভাপতি কমরেড শাহজাহান তালুকদার, কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সাংবাদিক ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে রাষ্ট্রের উন্নয়নে শান্তিপূর্ন সমাধানের পথরেখায় কিভাবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশ গ্রহণ মূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ন পথ তৈরি করা যায়, নির্বাচন প্রক্রিয়া, আস্হা ও অংশ গ্রহণ, গণমাধ্যম, নাগরিক অধিকার বিষয় গুলো নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগন মুক্ত আলোচনায় রাজনৈতিক বানিজ্য বন্ধ করে সরকার এবং প্রশাসন কর্তৃক একটি গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের আশা জানান।

Related posts

Leave a Comment