চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্ব ইউনিয়নের জেলে নৌকায় ৬ জন থাকা জেলে। মাছ ধরে বিক্রি করতে চাঁদপুর মাছঘাটের কাছে এসে একই ইউনিয়নে ছেড়ে জাওয়া যাত্রীবাহী ট্রলারের সাথে ধাক্কা লেগে একজন নিখোঁজ হয়েছে বলে জানা যায়। সোমবার ২৮ নভেম্বর সকাল ৯. টায়ার সময় চাঁদপুর বড় স্টেশন ডাকাকাতিয়া নদীর মুখে টলারে সাথে জেলে নৌকার ধাক্কা লেগেছে বলে জানাযায়। জেলে নৌকায় থাকা জনু প্রধানিয় বলেন, আমরা গতকাল মাছ ধরতে নদীতে নেমেছি।
কিছু মাছ পেয়েছি, সেই মাছগুলো নিয়ে আজ সকালে চাঁদপুর মাছ ঘাটে প্রচার আগ মুহূর্তে পুরান বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্টিল বডি আমাদের নৌকায় জোরে ধাক্কা মারে, নৌকায় থাকা ছয় জনের মধ্যে তিনজনেই নদীতে পড়ে যায়। দুজন উঠতে সক্ষম হলেও শাহাবুদ্দিন মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে নদীতে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, চাঁদপুর সদরের ১৪ নং রাজরাজেশ্ব ইউনিয়নের জেলে বাচ্চু প্রধানিয়ার ছেলে শাহাবুদ্দিন প্রধানিয়াসহ কয়েকজন মাঝঘাটে মাছ বিক্রি করতে ডাকাতিয়া নদীতে ঢুকার পর অপর দিক থেকে আসা রাজরাজেশ্বর চেয়ারম্যান স্টেশন সহ কয়েকটি ঘাটের যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় শাহাবুদ্দিন মাথায় প্রচন্ড আঘাত পেয়ে নৌকা থেকে পড়ে যায়। এরপরে তাকে ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
এ বিষয় পরিবারের লোকজন বলেছেন, ট্রলারটি আমাদের ইউনিয়নে আটকে রাখা হয়েছে। আমরা চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করব।