চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র নায়েবের উপর কিশোর গ্যাংএর হামলা

চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র নায়েব(১৯) এর উপর কিশোর গ্যাং এর অতর্কিত হামলায় মারাত্মক ভাবে জখম। এ ঘটানায় ভুক্তভূগির অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী নায়েবকে তৎক্ষনাৎ চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেশী গুরুতর হওয়ায় ডাক্তাররা নায়েবকে ঢাকায় রেফার করে দেয়। ঘটনার পর এলাকাবাসী জানায়, পালপাড়ার আফতাব (২৪) ও তার ভাই ইসমাম(১৯) ও তার দলবল সহ চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র নায়েব(১৯) এর উপর অতর্কিত হামলা চালায়।

জানা যায় নায়াব প্রতিদিন বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের পিছনের মােঠ ( গুরুচর) খেলাধুলা করে। আজ খেলা শেষে বাড়ি যাওয়ার পথে আফতাব (২৪) ও তার ভাই ইসমাম(১৯) ও তার দলবল সহ তাকে দেশীয় অস্ত্র দ্বারা ছুরিকাঘাত করে হামলা করে তাকে হত্যার চেষ্টা করে। তৎক্ষনাৎ এলাকাবাসীর সবাই চলে আসলে আফতাব ও তার ভাই ইসমামরা তার দলবল সহ পালিয়ে যায়।

এলাকাবাসীরা আরো জানায় দীর্ঘদিন যাবত আফতাব ও তার ভাই ইসমামের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসী এঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানায়।

Related posts

Leave a Comment