মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে ঘর প্রদান করা হয়েছে। গতকাল ১৭ জন শনিবার সকাল ১১ টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সন্নিকটে বাহাদুর গাজী বাড়ির বাসিন্দা ক্যান্সার আক্রান্ত স্বপনকে ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ প্রদানকৃত ঘরের চাবি তুলেদেন স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
এ সময় তিনি বলেন, ছাত্রলীগ সবসময় মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকে, যার উদাহরণ আজকের আয়োজন। তিনি বলেন, দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।
এ সময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও আশেকে রাসুল জাওয়াদ প্রমুখ।