জনগনের মুখোপাএ দৈনিক চাঁদপুর সময় পএিকা – নুর হোসেন পাটোয়ারী

জনগনের মুখোপাএ দৈনিক চাঁদপুর সময় পএিকা।বিগত বছরে হাইমচর বাসির মন জয় করেছে এই পএিকাটি, সময়ের সাথে সময় পএিকাটি দেশ ও জাতির কথা বলছে কলম সৈনিকদের মাধ্যমে।

উপরন্ত কথাগুলি বললেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটোয়ারী, ১৭ ই নভেম্বর দৈনিক চাঁদপুর সময় পএিকার নবম বর্ষ পেরিয়ে দশম পর্বে পদার্পণ উপলক্ষে , বৃহস্পতিবার সন্ধা ৭ টার সময় হাইমচর উপজেলার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দৈনিক চাঁদপুর সময় পএিকার জন্ম দিনের কেক কাটেন উপজেলা চেয়ারম্যান , তিনি আরো বলেন চাঁদপুর এর সব গুলি দৈনিক পএিকার মাঝে সময় পএিকাটি অন্যতম, বৈষ্ঠনিষ্ঠ সংবাদ প্রকাশ করে হাটি হাটি করে ৯ বছর পেরিয়ে আজ দশ বছরে পা রেখেছেন তাই এই পএিকাটির উজ্জল ভবিষৎ কামনা করে আগামি দিনে পথ চলা সুন্দর হউক এই কামনা করছি।`

পএিকার প্রতিষ্ঠিতা প্রকাশক মোঃ এরশাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া।

যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ খোরশেদ আলম, সাধাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,,দৈনিক চাঁদপুর সময় পএিকার প্রাপ্তম বার্তা সম্পাদক এস আর শাহ আলম সাংবাদিক হাইমচর প্রেসক্ল প্রচার সম্পাদক মোঃ শাহ আলম মিঝির পরিচালনা ও সার্বিক সহযোগিতায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , সাংবাদিক ইসমাইল হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন পাটোয়ারী, সাংবাদিক হোসেন গাজী সহ আরো অনেকে।

                                                                                                                            মোঃ আলমগীর হোসেন আসিফ

Related posts

Leave a Comment