হাইমচরে জিয়া মঞ্চের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও নব গঠিত হাইমচর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের খান মার্কেটে হাইমচর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খলিলুর রহমান বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আলগী দঃ ইউপি চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আঃ রহমান কবিরজ, গাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিল্লাল পাটওয়ারী, হাইমচর উপজেলা বিএনপির সদস্য আঃ কুদ্দুস আখন, উপজেলা বিএনপি নেতা মোঃ সিরাজ খান, উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যের সচিব নেছার সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার নুরে আলম জিকু, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক পেদা, সদস্য আলমগীর হোসেন আসিফ।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, কৃষক দলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ হাওলাদার, জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক সুজন মিজি, যুগ্ম আহবায়ক সুমন, ফারুক রাড়ি, আসিফ ইকবাল, রুবেল মিজি, সহ জিয়া মঞ্চের সদস্যবৃন্দ সহ অন্নন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বক্তারা বলেন বিএনপির দুর্দিনে যারা এই প্রথম হাইমচর উপজেলায় জিয়া মঞ্চের কমিটি আনছেন তার বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে অংশ নিয়ে দলের সাথে ঐক্যবধ্য হয়ে কাজ করবে।