সখিপুর উপজেলার তারাবুনিয়া এলাকায় ৪ নং ওয়ার্ডের কাদের বকাউল কান্দিতে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে স্থানীয় শালিসি হামলা শিকারের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় তারাবুনিয়া বকাউল বাড়ীর প্রাথমিক স্কুল সংলগ্ন স্থানে স্থানীয় ওসমান দেওয়ান দুই পুত্র ফারুক ও রাজ্জাকের সাথে তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এ অবস্থায় ফারুখ নিজেই স্থানীয় সালিশ কুদ্দুস আলী বকাউল এর ছেলে খোরশেদ আলম বকাউল ৩৫ কে ডেকে এনে তার ভাই রাজ্জাক বকাউলকে তাদের দুই ভাইয়ের ঝগড়ার সংক্রান্ত বিষয়ে মীমাংসা করার জন্য জানান। এরপর এই দুই ভাইয়ের ঝগড়ার বিষয়ে কথা শুনা অবস্থায় কোন কিছু বোঝার উঠার পূর্বেই ফারুক দেওয়ান খোরশেদ আলম বকাউলকে দেশীয় অস্ত্র দিয়ে গলায়- সিনহা পিঠসহ এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে, চাঁদপুর ২৫০ শ্যাযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাউলের বাবা কুদ্দুস আলী বকাউল জানান,তারা স্থানীয় দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মানুষের যেকোনো সমস্যা তাদের মাধ্যমে সমাধান হয়। ধারণা করা হচ্ছে উক্ত ফারুক ও তার পরিবারের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে নিশংস ভাবে কাপিয়ে হত্যা চেষ্টা করেছিল। আমি এই বিষয়ে চার জনকে আসামি করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছি। আসামিরা হলেন ওসমান দেওয়ানের ছেলে ফারুক (৩০), রাজ্জাক (৩৫), ফারুকের শ্বশুর আক্কাস আলী (৬০) ফারুকের স্ত্রী সেলিনা সহ আসামি করে সখিপুর থানায় মামলা করা হয়েছে।
এদিকে কুদ্দুস আলী বকাউল এর স্বজনরা তাকে এসে সাংবাদিকদের জানান, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অবিলম্বে অপরাধীদের আইনের মুখোমুখি করার আহ্বান জানান।