ডেস্ক রিপোর্টঃ
আজ নাজির পাড়ায় ঘটে গেলো এক লজ্জাজনক ঘটনা!
নাজির পাড়ার একজন ভারাটিয়া যার বাসার সামনেই একটি টেইলার্সের দোকান, তিনি আজকে বিকালে তার নিজ দোকানে একটি ৮ বছরের মেয়ে বাচ্চাকে ডেকে নিয়ে যায় এবং আপত্তিকর অবস্থায় এলাকার স্থানীয় ছেলেরা তাকে ধরে গন ধোলাই দেয়, পরে স্থানীয় মুরব্বিরা এসে আসামী কে পুলিশের কাছে হস্তান্তর করে।