চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম গাজীর বাবা মুসলীম গাজীর জানানর নামাজ মধ্যে ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পূর্ণ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) বাদ এশা মধ্য ইছলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের জানাযার নামাজ পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, জানাজার নামাজ পরিচালনা করেন, ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সদস্য হোসেন মাহমুদ হোসেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমে ছোট চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম গাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াশিম পাটওয়ারী, যুবলীগ সদস্য কামরুল হাসান টিটু সহ জানাযার নামাজে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণেরসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মরহুম মুসলিম গাজী শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ৩: ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে হৃদ কিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়ে স্ত্রী সহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।