এসো দুর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত,তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত এই শ্লোগানকে ধারন করে চাঁদপুর জেলা হাইমচর উপজেলার রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক সংগঠন প্রবাসী কল্যান সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলোয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং তাদের মাঝে পবিত্র কোরআন, পোশাক, উপহার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি শনিবার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রবাসী কল্যান সংস্থার পরিচালক ও সদস্য সচিব, স্পেন প্রবাসী মানিক বেপারীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক আলমগীর হোসেন, ও ত্রান সম্পাদক সালাহদ্দিন মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বর্তমান পরিচালক ও আহ্বায়ক এস বি এন সোবাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরেফিন শরীফ, পরিচালক ও অর্থ ও ত্রান সেবা সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান, সাইফুল নেপাল, মোঃ আমির হামজা, পরিচালক ও সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জনি আখন, পরিচালক ও সাবেক প্রচার সম্পাদক মোঃ রুবেল রাঢ়ী, আহ্বায়ক কমিটির সদস্য, আবুল বাশার পাটওয়ারী, মোঃ শাহজালাল জসিম, স্বপন খান আকাশ, মোঃ রাসেল গাজী, মোঃ জসিম আখন, সোহেল খান রুবেল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান হাওলাদার, সংস্থার ত্রান সেবা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রহমান মাস্টার, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ এর খতিব মাওলানা মুরাদ হাসান।
মোঃ আলমগীর হোসেন আসিফ