ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী ইকবাল হোসেন পিন্টু তার এলাকার মানুষদের সাথে মত বিনিময় করেছেন।
গত মঙ্গলবার (৮ ই নভেম্বর) বিকেলে জামালপুর গ্রামে তার নিজ বাড়ির প্রাঙ্গনে গ্রামের জনসাধারণের সাথে তিনি এই মত বিনিময় করেন। এসময় প্রায় কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আব্দুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী কাজী ইকবাল পিন্টু। ইকবাল পিন্টু বলেন, যদি আপনারা আমাকে সমর্থন করে ভোট দেন এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো। তা হলো, মাদক দমন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সুন্দর পরিবেশ আনয়ন এবং অবকাঠামো উন্নয়ন। এই মাদক পুরো সমাজটাকে আজ ধ্বংস করে দিচ্ছে কেউ তা আমলে নিচ্ছেন না।
তিনি আরো বলেন,আমি স্বপ্ন দেখি ৮নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ হবে সবার, ধনী-গরীব, শ্রেণি-ধর্ম নির্বিশেষে মানবিক মর্যাদার। এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এলাকার মানুষকে সাথে নিয়ে ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলবো আপনাদেরকে সাথে নিয়ে আমার পথ চলা শুরু করতে চাই বিভিন্ন অসামাজিক কার্যকলাপ না করার কথাও বলবো এবং আমি চাই এই ইউনিয়ন আর্দশ ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা চাই আমার জন্য সবাই একমত হয়েছেন এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সর্বশেষ তিনি সর্বশ্রেণীর ভোটারদের সহযোগিতা আর দোয়া কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক মেম্বার ওয়াব আলী, আমিন হোসেন,আক্তার কাজী,মন্টু আখন,আবুল হোসেন কাজী,আব্দুল মতিন,জাকির বেপারী, ইসমাইল হাজী, ইব্রাহিম, সুজন কাজী,রাব্বি কাজী,শাকিল, রানা,বাবু,মেহেদী জমাদার সহ ইউনিয়ন আওয়ামী লীগ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।