ফরিদগঞ্জে পৃথকস্থানে পানিতে পড়ে দুইটি শিশুর অকাল মৃত্যু!

চাঁদপুরের ফরিদগঞ্জে নূর মোহাম্মদ(২) ও মোঃ আনিছ হোসেন(২) নামে দু’বছর বয়সের দুইটি শিশু পৃথকস্থানে পানিতে ডুবে অকাল মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া ও হোগলী গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।মৃত শিশুরা হলেন, হোগলী গ্রামের ওয়াসীম আকরামের ছেলে।

অন্ন্যজন পার্শ্ববর্তী খাজুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দুই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে সকলের অজান্তে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের মা কোথাও না পেয়ে প্রতিবেশিদের জানালে ।অনেক খোঁজা খুজির পর এক পর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে তাদের পাওয়া যায়।

এসময় নূর মোহাম্মদ ও মোঃআনিছ কে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের কে মৃত ঘোষণা করেন। এঘটনায় শিশু দুইটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া বিরাজ করছে।দুইটি শিশুর মৃত্যুর খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ওই দুই শিশুকে জানাজা শেষে বিকালে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশিচত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশহীদ হোসেন।

                                                                                                                                                                       মোঃশরিফ হোসেন

Related posts

Leave a Comment