অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
ঘুষ গ্রহণের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ জারি করেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার জানান।
কয়েক দিন আগে ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠে, তিনি একজন সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নিচ্ছেলেন। টাকা নেওয়ার পরও কাজ করে না দেওয়ায় লেনদেনের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, “ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিমের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ-বাণিজ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে হাইমচরের নীলকমল ইউনিয়নে বদলি করা হয়।
“সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আগে জেলা প্রশাসকের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে বিষয়টি তদন্ত করা হয়। এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে”, বলেন রাশেদা আক্তার।