মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নবনির্বাচিত ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ আগস্ট ১১ টায় শহরের ট্রাকরোড এলাকায় সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন।
এসময় সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ নবনির্বাচিত কমিটির ১২ জন্য সদস্য শপথ বাক্য পাঠ করেন।
চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দলিলুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সহসভাপতি হুমায়ুন কবির (স্বপন) নির্বাচন পরিচালনা সহকারী মোঃ রিপন, সাবেক সভাপতি আঃ রব ভুইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লা, সাবেক সহ-সভাপতি আহসান উল্যাহ খান, সাবেক সদস্য নাছির আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ রনি ঢালি, সাবেক ক্যাশিয়ার সহিদ উল্যাহ ভুইঁয়া, সাধারণ সদস্য বোরহান খান টেলু প্রমূখ।
শপথ বাক্য পাঠ শেষে সংগঠনের উন্নয়ন ও সমৃদ্ধির কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।