বিআইডব্লিউটিএর স্বেচ্ছাশ্রমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর স্বেচ্ছাশ্রমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ে এই পরিস্কার পরিছন্নতা অভিযান করা হয়।

বিআইডব্লিউটিএর প্রায় ৫০ জন কর্মকর্তা ও কর্মচারী এদিন স্বেচ্ছাশ্রমে এই পরিস্কার পরিছন্নতা কার্যক্রমে অংশ নেয়। এদিন সকালে ২ দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) আব্দুলাহ আল বাকী। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ- পরিচালক (বন্দর ও পরিবহন) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, সিবিএ এর সভাপতি চাঁদপুর আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই অভিযানের ফলে বর্তমানে অনেকটাই বিআইডব্লিউটিএর চাঁদপুর কার্যালয়ের দীর্ঘ দিনের জরাজীর্ণ ও অপরিছন্নতা দূর হয়। ক্যাপশান।। মহান বিজয় দিবস উপলক্ষে বিআইডব্লিউটিএর স্বেচ্ছাশ্রমে ২ দিন ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়। এ সময় চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ- পরিচালক শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment