মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর স্বেচ্ছাশ্রমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ে এই পরিস্কার পরিছন্নতা অভিযান করা হয়।
বিআইডব্লিউটিএর প্রায় ৫০ জন কর্মকর্তা ও কর্মচারী এদিন স্বেচ্ছাশ্রমে এই পরিস্কার পরিছন্নতা কার্যক্রমে অংশ নেয়। এদিন সকালে ২ দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) আব্দুলাহ আল বাকী। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ- পরিচালক (বন্দর ও পরিবহন) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, সিবিএ এর সভাপতি চাঁদপুর আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এই অভিযানের ফলে বর্তমানে অনেকটাই বিআইডব্লিউটিএর চাঁদপুর কার্যালয়ের দীর্ঘ দিনের জরাজীর্ণ ও অপরিছন্নতা দূর হয়। ক্যাপশান।। মহান বিজয় দিবস উপলক্ষে বিআইডব্লিউটিএর স্বেচ্ছাশ্রমে ২ দিন ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়। এ সময় চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ- পরিচালক শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।