পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে খাদেরগাঁও সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হওয়ার অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি নীতিমালা ভঙ্গ করে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ও উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার অনিয়ম ওঠেছে। বিষয়টি নিয়ে ঐ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে গঠনতন্ত্র উপেক্ষা করে জোরপূর্বক ফারুক বিন জামান খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন।

তথ্যানুসারে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদ্য নির্বাচিত উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিশেষ করে খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রভাবে অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও স্বজনপ্রীতির মাধ্যমে সভাপতি নির্বাচিত হোন ফারুক বিন জামান। শুধু সেখানেই থেমে থাকে নাই তাকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর মতলব দক্ষিণ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন বিষয়ে বর্তমান আইন অনুযায়ী , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী কোন সরকারী/বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক/শিক্ষিকার মধ্যে শিক্ষক প্রতিনিধি নেয়ার নিয়ম রয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট আরও উল্লেখ রয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন করতে হলে প্রার্থীকে অবশ্যই অনার্স (স্নাতক) পাশ হতে হবে। একই সাথে প্রার্থীর সন্তানকেও ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা হিসেবে সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। এছাড়া বিদ্যোৎসাহী সদস্যদেরও সন্তান বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী হতে হবে এবং তাদেরও শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি হতে হবে। কমিটির সভাপতিকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এমন শর্ত যুক্ত করে প্রাইমারী স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠনে নতুন নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সু-স্পষ্ট বলা আছে কোন সরকারী প্রাথমিক বিদালয়ের পরিচালনা কমিটির সভাপতি দ্বিতীয় বারের পরে আর তৃতীয় বার হতে পারবেনা।
বিভিন্ন সুত্রে জানা গেছে খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফারুক বিন জামান স্নাতক ডিগ্রীধারী নয় বলে বিভিন্ন মহলে অভিযোগ ওঠেছে।তিনি নাকি ডিপ্লোমা ডিগ্রি ধারী।
খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশনআরা বেগম এ বিষয়ে বলেন, ওনাকে সকল নিয়ম মেনেই নেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, সংশ্লিষ্ট এলাকার ক্লাস্টার বলতে পারবে।আমার সামনে কাগজ উপস্থাপন করলে সাক্ষর করেছি। তবে ওনার কমিটির সভাপতি পদ স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস বলেন, আমি এ বিষয়ে জানি না।

অনিয়মের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার বিষয়ে ফারুক বিন জামান বলেন, আমি স্কুলের দাতা সদস্য। আমার যে কাগজ নিয়ে প্রশ্ন ওঠেছে আপনারা সরেজমিনে এসে দেখে যান।

এলাকাবাসীর দাবী ফারুক বিন জামানের স্নাতক ডিগ্রীর সনদ সত্য কিনা তদন্ত করা হোক।

Related posts

Leave a Comment