চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় এবং দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত (১১ জানুয়ারি) বুধবার সকালে মান্দারতলী প্রবাসী কল্যাণ সংগঠন এর উদ্যোগে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ড মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারেক ভূঁইয়া,সাদ্দাম ভূঁইয়া,সুজন মিজি,মাহবুব
আলম,আলমগীর হোসেন পাটওয়ারী,সবুজ, রাজন খাঁন প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় শতাধীক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য প্রবাসী আমারা যে টাকা বেতন পাই তার থেকে কিছু টাকা দিয়ে আজ আমরা অসহায় এবং গরীব লোকদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করেছি।
এর আগেও আমরা অসহায় ও গরীব লোকদেরকে সাহায্য-সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা। উল্লেখ্য, ‘ মান্দারতলী প্রবাসী কল্যাণ’ এই সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব লোকদেরকে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের প্রায় প্রতিটি সদস্যই প্রবাসী। তাদের সকলের সহযোগিতায় এই সংগঠনকি এগিয়ে যাচ্ছে।
মোঃশরিফ হোসেন