চাঁদপুর হরিনা ঘাট নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপরতা শুরু করেছে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া সরকারিও প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
এসময় অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ০৭ অক্টোবর ২০২২ থেকে ২৮ অক্টোবর ২০২২ (সর্বমোট ২২ দিন) পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময়ে আইনানুযায়ী সারাদেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ চাঁদপুর অঞ্চল এর সহকারী পুলিশ সুপার মোঃ তোফায়েল হোসেন।
লক্ষ্মীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে হরিনাঘাট নো পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জামিল উদ্দিন এর পরিচালনায়। আরো বক্তব্য রাখেন, হরিনাঘাট নৌ পুলিশ পরিদর্শক ইনচার্জ মোঃ মিজানুর রহমান।