মিজি বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিখোঁজ

চাঁদপুর শহরের তালতলা মিজি বাড়ির আব্দুল করিম পাটওয়ারী সড়ক থেকে মানসিক ভারসাম্যহীন মরিয়ম বেগম নয়ন (৪৫) হারিয়ে গেছে। গত ৩ অক্টোবর বিকাল সবার অগোচরে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়।

তাকে না পেয়ে আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য স্থানে খুজেও আর পাওয়া যায়নি। মহিলার গায়ে ছিল কফি রংয়ের বোরকা, বয়স- ৪৫ বছর, উচ্চচতা- ৫ ফুট, শারীরিক গঠন- হালকা মোটা ও চুলের রং কালো।

তিনি চাঁদপুরের ভাষায় কথা বলেন। তার মুখমন্ডল গোলাকার। এ ব্যাপারে আবু সালেহ মোঃ নাসিম চাঁদপুর সদর মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। যার নং-২৩৬, তারিখ-০৫/১০/২০২২ইং।

যদি কোন হৃদয়বান ব্যক্তি মরিয়ম বেগমের খোজ পান, তাহলে ০১৩১০৭৩৬৫২৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পরিবারের সদস্যবৃন্দ।

নিজস্ব প্রতিবেদন

Related posts

Leave a Comment