আল আমিন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র রিমন (১৬) এর উপর কিশোর গ্যাং এর অতর্কিত হামলায় মারাত্মক ভাবে জখম।
এ ঘটানায় ভুক্তভূগির অবস্থা গুরুতর। এলাকাবাসী রিমনকে তৎক্ষনাৎ চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী জানায়, পালপাড়ার [রাহাত(১৬) (সুন্দরী)] ও তার দলবল সহ আল আমিন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র রিমন (১৬) এর উপর অতর্কিত হামলা চালায়। তৎক্ষনাৎ এলাকাবাসীর সবাই চলে আসলে রাহাত ও তার তার দলবল সহ পালিয়ে যায়। এলাকাবাসী এঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানায়।