স্টাফ রিপোর্টারঃ
শিশু থিয়েটার, দোয়েল সাংস্কৃতিক সংগঠন, নট মঞ্চ,ও নবরুপের আয়োজনে সাহিত্য একাডেমিতে ১৬ই এপ্রিল ইফাতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
নট মঞ্চের সভাপতি পি এম বিল্লালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ফোরামের সভাপতি, সহিদ পাটওয়ারী, থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক, শুকদেব রায়, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, স্বরলিপি নাট্য গোষ্ঠীর সভাপতি, এম আর ইসলাম বাবু , চাঁদপুর ডামার সাধারণ সম্পাদক, মানিক পোদ্দার অনুপম নাট্য গোষ্ঠীর সভাপতি গোবিন্দ মন্ডল, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আব্দুল খালেক বিশ্বাস
এই সময় আরো উপস্থিত ছিলেন শিশু থিয়েটার প্রতিষ্ঠাতা সদস্য শৈবাল মজুমদার, নট মঞ্চ সাধারণ সম্পাদক, মাসুদ দেওয়ান দোয়েল সাংস্কৃতিক সংগঠন সভাপতি, দিলীপ কুমার ঘোষ দোয়েল সাংস্কৃতিক সংগঠন সাধারণ সম্পাদক, মোহাম্মদ নুরে আলম, মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্র মহিলা বিষয়ক সম্পাদক, নাছিমা বেগম, হোসনেয়ারা, নাঈম,মাহিদুর, আছিয়া আক্তার মিথিলা, জুয়েল হোসেন ইয়াসমিন, সোহানা সহ আরো অনেকে।
সব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সদস্য মোঃ মুক্তার হোসেন।