সফিকুর রহমান ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভূঁইয়া বাড়ির পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান মরহুম সফিকুর রহমান ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনায় নিজ বাড়ির পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ মার্চ সোমবার বাদ আসর চাঁদপুর শহর ১১নং ওয়ার্ড নিজ বাড়ি, ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও মুসল্লিরা অংশ নেন। এর আগে মরহুমের পরিবার ও জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে স্ব স্ব মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়।

Open photo

এই সময় উপস্থিত ছিলেন, সফিউদ্দিন বাবলু, মোঃ মামুন ভূঁইয়া, মন্তাজ ভূঁইয়া, লিটন ভূঁইয়া, কালু ভূঁইয়া, আউয়াল ভূঁইয়া, মিছির ভূঁইয়া, বেদী ভূঁইয়া, সরোয়ার ভূঁইয়া, জসিম ভূঁইয়া, আ: খালেক ভূঁইয়া, মহাসিন ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া, সাহাবুদ্দিন ভূঁইয়া, আল-আমিন ভূঁইয়া, নিলয় ভূঁইয়া সহ এলাকার বিভিন্ন পর্যায়ের মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, ভূইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া।

 

উল্লেখ্য, মরহুম শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শেষে বাড়ি ফিরে ২০২০ সালের ১৩ মার্চ ভোর ৫টায় চাঁদপুর প্রিমিয়ার হসপিটালে চিকিৎসা রত অবস্থায় ইন্তেকাল করেছেন।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া

Related posts

Leave a Comment