সাংবাদিক ইলিয়াছ পাটওয়ারী পিজিতে ভর্তি

দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী মেরুদন্ডের স্পাইন পিএলএলবি সার্জারি অপারেশনের জন্য গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) ভর্তি হয়েছেন।

আগামীকাল শনিবার সকাল ৮টায় অপারেশন হবে। সকলের কাছে সুস্থার জন্য দোয়া প্রার্থী। গত ২৪ জুন থেকে মাঝার ও পা ব্যাথা অসুস্থা অনুভব করে। ব্যাথা বেশী হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর এমআরআইর রিপোর্টে দরা পডে মেরুদন্ডে রগ হাডের নিচে চাপ পডে আছে।

পিজি হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ও চাঁদপুরের কৃতিসন্তান ডাক্তার ইউসুফ আলীর তত্তাবধানে চিকিৎসা চলছে।

                                                                                                                                                     স্টাফ রিপোর্টার

Related posts

Leave a Comment