দক্ষিণ গুনরাজদী সাতানী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমানের পিতা মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী জানাজার নামাজ সম্পূর্ণ।
শুক্রবার (০৭ অক্টোবর) দক্ষিণ গুনরাজদী ও মধ্যে ইচলী আহমদীয়া ঈদগা মাঠে রাত ১১:৩০ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের জানাযার নামাজ পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদ্য বিদায় প্রশাসক আলহাজ্ব গনি পাটোয়ার।
জানাজার নামাজ পরিচালনা করেন, মরহুমের ছেলে সাতানী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ওলিউর রহমান পাটোয়ারী।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমে বড় ছেলে প্রফেসর জাহাঙ্গীর আলম সবুজ পাটোয়ার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু পাটোয়ারী, মাহাফুজুর রহমান টুটুল, স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন চৌধুরী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম হাওলাদার, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদর উপজেলার সদস্য পদপ্রার্থী আবুল বারকাত লিটন পাটোয়ারী, যুবলীগ সদস্য কামরুল হাসান টিটু সহ জানাযার নামাজে প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণেরসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মরহুম সিরাজুল ইসলাম পাটওয়ারী শুক্রবার (০৭ অক্টোবর) ৫: ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে হৃদ কিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়ে স্ত্রী সহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে পাটোয়ারী বাড়ি কবরস্থানে দাফন করা হয়।