স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন।
তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নৌ- পথে রওয়ানা হয়ে ৩ টায় চাঁদপুর পৌঁছবেন।
এরপর চাঁদপুর সিটি কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগদিয়ে সভায় সভাপতিত্ব করবেন।
সেখানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ এবং সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্হিত থাকবেন।
রাতে ফরাক্কবাদে নিজ বাড়িতে রাএীযাপন করবেন।
পরিদিন শনিবার সকাল ৮ টায় হাইমচর উপজেলা আওয়ামীলীগ নেতা আমান সরকার ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদের কবরে শ্রদ্বা নিবেদন করবেন।
১০টায় ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে যোগদিবেন সেখানে সুজিত রায় নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসীর আরাফাত (সদর সার্কেল) উপস্হিত থাকবেন।
বিকেলে সদ্য প্রয়াত আওয়ামীলীগের প্রবীন নেতা আব্দুর রাজ্জাক ভুঁইয়া, পুরানবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সুভাষ পোদ্দার ও পৌর যুবলীগের সদস্য কামরুল ইসলাম টিটু ভুঁইয়ার কবরে শ্রদ্বা নিবেদন করবেন।
সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্হান করে দলীয় নেতা-কর্মিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।