স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের শীতবস্ত্র বিতরণ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উদ্যোগে হাইমচর উপজেলার সাহেবগঞ্জ, মাঝির বাজার ও হাইমচর ডিগ্রি কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি বুলবুল ইসমাইল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হাইমচর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লা।
শীতবস্ত্র দানে সহযোগিতায় ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ হাসান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম, নির্বাহী পরিষদ সদস্য লোকমান হোসেন, নির্বাহী পরিষদ সদস্য ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জিল্লুর রহমান জুয়েল, সংগঠনের শুভানুধ্যায়ী ও সেনাবাহিনীর সদস্য আনোয়ার হোসেন পাটোয়ারী।
এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি আবদুস সোবহান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন নয়ন, অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহ, শিক্ষা সম্পাদক নাসরিন আক্তার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সদস্য ইফতেখার তানভীর ও রানা প্রমুখ।
                                                                                                                               মোঃ আলমগীর হোসেন আসিফ

Related posts

Leave a Comment