স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে স্ত্রী নিজেই কারাগারে।

আজ ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত-১ (আমলী ফরিদগঞ্জ) বিচারক এই আদেশ দেন।

স্ত্রী আদালতে এসে অভিযোগ করেন কে স্বামী তার নিকট যৌতুক দাবী করে, যৌতুক দিতে না পারলে তাকে স্বামীর সংসারে রাখবে না। বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত স্বামীর কে সমন জারি করলে অভিযুক্ত স্বামী সমন পেয়ে আজ আদালতে হাজির হয়ে জানান যে তিনি তাহার স্ত্রীর নিকট যৌতুক দাবি করেন নাই, বরং তার স্ত্রী মামলা দায়ের এর কয়েক মাস পূর্বে তাকে তালাকের নোটিশ প্রদান করেন, এবং অন্য পুরুষের সাথে চলে যান।

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মামলার বাদী কে জেল হাজতে প্রেরণ করেন এবং স্বামীকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন। আদালতের এই যুগান্তকারী আদেশের মাধ্যমে, মিথ্যা মামলা দায়ে বন্ধ হবে।মেয়েদের দায়ের করা মিথ্যা মামলায় স্বামীর জেল খাটা বন্ধ হবে। .

Related posts

Leave a Comment