হাইমচরে অসহায় বৃদ্ধকে হুইল চেয়ার দিলো প্রবাসী কল্যাণ সংস্থা

“এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই শ্লোগানকে ধারণ করে হাইমচরের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থা।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার (১০ অক্টোবর) অসহায় দরিদ্র, চলোনক্ষম এক ব্যাক্তিকে হুইলচেয়ার দিয়েছে সংগঠনটি।

জানা যায়, মোঃ মোক্তার হোসেন বেপারী নামে অসহায় ব্যাক্তি দীর্ঘদিন অসুস্থ থাকার পর একপর্যায়ে চলাচলে অক্ষম হয়ে পড়েন৷ এতে করে প্রতিনিয়ত তার দূর্ভোগ বাড়তে থাকে। সীমাহীন দুর্ভোগের কথা জানতে পেরে প্রবাসী কল্যাণ সংস্থা, হাইমচরের নেতৃবৃন্দ ঐ ব্যাক্তির জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন এবং আজ তা বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন, সহ- প্রধান শিক্ষক জনাব শাহনেওয়াজ টেলু, সংগঠনের ত্রান সেবা বাস্তবায়ন কমিটির সম্পাদক জনাব সালাহউদ্দিন মাস্টার, ত্রান সেবা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রহমান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ বাশার পাটওয়ারী, সাবেক অর্থ ও ত্রান সম্পাদক আলমগীর হোসেন বেপারী, সাংবাদিক আলমগীর হোসেন আসিফ।

এসময় অনলাইনে যুক্ত ছিলেন, সংগঠনের আহবায়ক এস বি এন সোবাহান, সদস্য সচিব মানিক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক আলমগীর হোসেন আখন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের পরিচালক আরেফিন শরীফ, পরিচালক রুবেল রাড়ি, যুগ্ম আহবায়ক আমির হামজা, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক মোঃ হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনি আখন।

মোঃ আলমগীর হোসেন (আসিফ)

Related posts

Leave a Comment