হাইমচরে জনপ্রতিনিধিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি পাটোওয়ারী

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোওয়ারীর আগামী ১৭ অক্টোবরের নির্বাচন’কে সামনে রেখে হাইমচরে আগমন।

৩ রা অক্টোবর সোমবার সকাল থেকে হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন,৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন,৬নং চরভৈরবী ইউনিয়ন ও ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল মেম্বারদের উপস্থিতিতে নির্বাচনী মতবিনিময় সভায় একত্রিত হন চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বর্তমানে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী।

এসময় আলহাজ্ব ওসমান গনি পাটোওয়ারী বলেন…
আমি চাঁদপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও পরবর্তীতে প্রথম প্রশাসক নির্বাচিত হয়েছি।
বিগত ৫টি বছর আপনাদের সেবা ও সহযোগিতায় নিরলস কাজ করেছি,জেলা পরিষদের সকল সুযোগ সুবিধা সঠিক ভাবে বন্টন করেছি।

চাঁদপুর জেলার সকল জনপ্রতিনিধিগন আমার কাছে ছিলেন নিরাপদ,আমি সবসময় আপনাদের মূল্যায়ন করেছি আপনারা আমার পরিষদের গর্বিত সদস্য,আমি আপনাদের নিয়ে গর্বকরি।

বিশেষ করে হাইমচরের জনপ্রতিনিধি ও জনগণ আমার অতি আপন,আমি আপনাদেরকে ভালোবাসি আর সেই ভালোবাসার টানেই আপনাদের আপনজন হিসেবে আপনাদের ভোট ও সমর্থন মোবাইল মার্কায় চেয়ে আপনাদের কাছে আপনার মূল্যবান ভোট চাইছি।

আগামী জেলা৷ পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী,আমার মার্কা মোবাইল,আপনাদের কাছে মোবাইল মার্কায় ভোট চাওয়ার উদ্দেশ্যে আজ হাইমচরে আগমন।আমি আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার লক্ষে কাজ করে যাবো।

এসময় আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন…চেয়ারম্যান পদে মোবাইল মার্কার হাইমচর উপজেলার নির্বাচন পরিচালোনা কমিটির দায়িত্বপ্রাপ্ত জনাব,সাহেদ হোসেন বেপারী(সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ ও সাবেক ভাইস চেয়ারম্যান,হাইমচর উপজেলা পরিষদ।উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভোলা মাঝি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আঃ ছাত্তার গাজী।

আরও উপস্থিত ছিলেন…হাইমচর উপজেলা যুগলীগের সদস্য মঞ্জুরুল আলম লিটন সিকদার,উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম (নজির)গাজী,২নং উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার,নীলকমল ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক নবাব মোল্লা,চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাম্মেদ,বাবু জমাদার যুবলীগ নেতা সোহাগ মাঝি, ছাত্রলীগ নেতা বাবু জমদার, মোঃ রুবেল হোসেন ভূইয়া ( সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ), সাধারণ সম্পাদক মোঃ মামুন।

এসময় আলহাজ্ব ওসমান গনি পাটোওয়ারী বলেন…হাইমচর উপজেলার সকল জনপ্রতিনিধি দের প্রতি আমার উদাত্ত আহব্বান আমি আলহাজ্ব ওসমান গনি পাটোওয়ারী’কে মোবাইল মার্কায় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে একটি করে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ করে দিন।আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

মোঃ আলমগীর হোসেন আসিফ

 

Related posts

Leave a Comment