হাইমচরে বিনামূল্যে কিশোর – কিশোরীর মাঝে সাইকেল বিতরন

উপজেলায় ইএএলজি প্রকল্পভূক্ত ইউনিয়ন কিশোর – কিশোরী ক্লাবের কিশোরী সদস্যদের মাঝে বিনামূল্যে বাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন,আমরা বলছি হাইমচর অবহেলিত অঞ্চল তা যদি চ্যালেঞ্জিং নিলে অবহেলিত জনগোষ্ঠীর থাকবে না।

নারীরা আজ কোন কাজে ফিছিয়ে নেই। সমাজে নারীকে এগিয়ে আনার দায়িত্ব আমাদের পুরুষদের।

বুধবার সকালে মহিলা বিষয়ক অফিসে নারী উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত বাইসাকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, জেলা ইএএলজি প্রকল্পের সমন্বয়কারী নুরু উদ্দিন মামুন, হাইমচর মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ হাফিজ আহম্মদ, সমাজ সেবা অফিসের মোঃ মিজানুর রহমান, কিশোরী ক্লাবের নারগিস আক্তারপ্রমূখ।

Related posts

Leave a Comment