হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নে চররাও আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি আওতায় খালি জায়গা সহ বাড়ির চারপাশে খালি জায়গায় ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে পরিবেশ এর ভারসাম্য রক্ষা করুন সেই আলোকে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর নিজস্ব অর্থায়ানে উপজেলা নীলকমল ইউনিয়ন চররাও আশ্রয়ন প্রকল্পে নারিকেল,বারমাসি আম,জলপাই,কাঠাল,সহ দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
গতকাল রবিবার বেলা ১১টা থেকে নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে গাছ লাগান পরিবেশ বাঁচান এই শ্লোগানে নীলকমল ইউনিয়নে চররাও আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত একটি করে গাছ লাগানো, বাড়ির আশপাশে খালি জায়গা থাকলেই একটি করে ফলজ বা বনজ বৃক্ষ রোপন করবেন।
আসুন আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করতে গাছ রোপন করি তবেই আমাদের পরিবেশ সুন্দর হয়ে উঠবে। এসময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া,সহ-সভাপতি এম এ বাশার,যুগ্ম -সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব এর সভাপতি মোঃ খুরশিদ আলম সিকদার, হাইমচর উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন,মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ, এান দূর্যোগ কর্মকর্তা মাকসুদ আলম,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারী,নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাচ্চু মোল্লা ও সাধারন সম্পাদক বাচ্চু সরকার,স্হানীয় ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের,মামুন মিজি,ছাত্রলীগের আহবায়ক রবিউল হাসান রাজু এবং নাঈম সরকার সহ আওয়ামীলীগ যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নের নেতৃবৃন্দ।