হাইমচরে মরহুম আঃ জব্বার পাটওয়ারী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

হাইমচর উপজেলায় মরহুম মাষ্টার আঃ জব্বার পাটওয়ারী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী বিকালে হাইমচর উপজেলার জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠানে জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি নূর হোসেন পাটওয়ারী।

Open photo

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ বাশার, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার, বিশিষ্ট সমাজ আঃ মান্নান, সাবেক ইউপি সদস্য কালু গাজী, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটোয়ারী, সহ বাগান বাড়ির সকল খেলোয়াড় গন উপস্থিত ছিলেন। মেঘনা একাদশ কে ২-০ গোলে হারিয়ে কর্ণফুলী একাদশ চ্যাম্পিয়ন অর্জন করেন। খেলা আয়োজনে- এলকার ক্রীড়া প্রেমিক যুব সমাজ।

মোঃ হোসেন গাজী

Related posts

Leave a Comment