হাইমচরে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন

১৬ ডিসেম্বর বাঙালি জাতীর মহান বিজয় দিবস,উক্ত বিজয় দিবস উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনারে দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমালা অর্পণ করেন।

পুষ্পমালা অর্পণ শেষে…হাইমচর উপজেলা আওয়ামী কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বিজয় দিবসের বিজয়ী র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় সম্মিলিত হন। আলোচনা সভার পূর্বে কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন মাষ্টার।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া,আলোচনা সভা সঞ্চালনা করেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা ও সৃতিচারণ করে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না।

বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বাংলাদেশ সরকারের ৪বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারতামনা…নূর হোসেন পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এমএ বাসার,সহসভাপতি হুমায়ুন পাটওয়ারী,যুগ্ন সাধারণ সম্পাদক,লোকমান মাষ্টার,সাবেক দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন,মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মেদ,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল,উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক রবিউল ইসলাম রাজু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভার সমাপ্তি বক্তব্য হাইমচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া বলেন,আমরা স্বাধীন দেশ পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন বলে।

                                                                                                                                                                  মোঃ আলমগীর হোসেন (আসিফ)

 

Related posts

Leave a Comment