চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে কাটাখালী মাছ ঘাটে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ অক্টোবর বিকালে হাইমচর উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত সচেতনতা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলকমল নৌ পুলিশে ফাঁড়ি ইনচার্জ মোঃ হোসেন সরকার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ সফিকুর রহমান, ইকোফিশ কমিউনিটি ফ্যাসিলেটর মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, হাইমচর প্রেসক্লাব সহ- সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য অফিসে ক্ষেত্র সহকারী মোঃ হাফিজ, ইউপি সাবেক সদস্য ও কাটাখালী মাছ ঘাট সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, জেলে প্রতিনিধি মোঃ মোক্তার আহমেদ দর্জি, জেলে মোঃ মানিক মিয়া প্রমূখ।
এ সময় উপজেলা মৎস্য অফিসার মাহবুব রশিদ বলেন, মা ইলিশ রক্ষা করতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করার হবে। আপনারা আমাদের কে সহযোগিতা করবে আশা করি মা ইলিশ অভিযান শতভাগ সাফল্য অর্জন করবে।
এ জন্য সরকার জেলেদের মাঝে চাল ও বিভিন্ন উপকরন বিতরন করে আসছে। এ বছর ২২ দিনে অভিযান চলাকালীন সময় আপনাদের কে ২০ কেজি চাউলের পরিবর্তন ২৫ কেজি করা হয়েছে।