হাইমচরে শেখ কালাম আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা শেখ কালাম আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার হাইমচর উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শেখ কালাম আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ শাখাওয়াত হোসেনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশ্ররাফ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ মোঃ মোস্তাফিজুর রহমান চৌকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ রহিম খান, উপজেলা একাডেমি সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসে প্রকৌশলী মোঃ মাকসুদ আলমসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

মোঃ আলমগীর হোসেন আসিফ

Related posts

Leave a Comment