হাইমচর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষক কর্মচারীদের অবসর/ মৃত্যুজনিত সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পর্ন

হাইমচর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অবসর/ মৃত্যুজনিত সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৪ মার্চ শনিবার ঐতিহ্যবাহী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাজাপ্তী রমনী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক আবদুল মান্নান মাষ্টারের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নূর হোসেন পাটওয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, চাঁদপুর থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রদান শিক্ষকগন,হাইমচর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বৃন্দ।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড।শিক্ষকরা ভাল থাকলেই আমাদের সন্তানরা ভালো শিক্ষা অর্জন করতে পারবে। যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের জন্য দোয়া ও শুভ কামনা করেন এবং মৃত্যু বরন করেছেন যারা তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

মোঃ আলমগীর হোসেন আসিফ

Related posts

Leave a Comment