বাংলাদেশ আওয়ামী লীগ হাইমচর উপজেলা শাখার স্বনামধন্য সভাপতি ও আপন টেলিভিশনের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রধানীয়ার দ্বিতীয় ছেলে মোঃ জিয়াউর কবির লোটন ও তার সহধর্মিণীসহ লন্ডনের Portsmouth University তে উচ্চ শিক্ষার জন্য আজ শুক্রবার ৭.৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এ লন্ডনের উদ্দেশ্য ঢাকা থেকে রওনা হবেন।
আমরা আপন টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে পরমকরুনাময় এর নিকট তাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।