হাইমচর কোস্টগার্ডের অভিযানে ৪ জেলে আটক

চাঁদপুর হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক এর নেতৃত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ ও সিসি পেটি অফিসার এম নাসির সহ অভিযান পরিচালনা করে অসাধু ৪ জেলে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেন।

গতকাল ১৬অক্টোবর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ সিকারের সময় হাইমচর কোস্টগার্ড মেঘনায় অভিযান পরিচালনা করে শাহাদাত হাওলাদার পিতা ইমান হাওলাদার, রাজু ঢালু পিতা নজু ঢালী, সুজন শেখ পিতা জাহাঙ্গীর হোসেন শেখ, মনা শেখ পিতা মান্নান শেখ ।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী আটকৃত জেলেদের ৩ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে জেল ও মনা শেখ অপ্রাপ্ত হওয়া মুচেলেকায় দিয়ে ছেড়ে দেও হয়। ইলিশ অভিযান ২০২২ সফল করবার চেষ্টায় ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্বি লক্কে দিবা রাত্রি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কন্টিনজেন্ট কমান্ডার।

মোঃ আলমগীর হোসেন আসিফ

Related posts

Leave a Comment