হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলমের বিজয়ে সাংবাদিক সমাজ গর্বিত

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে (হাইমচর উপজেলা) সদস্য পদে নির্বাচিত হয়েছেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার। তাঁর এমন সাফল্যে গর্বিত হয়েছেন হাইমচরের সাংবাদিকবৃন্দ তথা সাংবাদিক পরিবারের সকল সদস্য।

এক প্রতিক্রিয়ায় হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন বলেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম একজন সজ্জন ব্যাক্তি। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত। হাইমচরের মানুষের অধিকার রক্ষায় তার কলম শক্তিশালী হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করে আসছে। তিনি সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সবার সাথে তার সুসম্পর্ক রয়েছে। তারই স্বীকৃতিস্বরুপ হাইমচরের জনপ্রতিনিধিদের সমর্থনে তিনি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে হাইমচর উপজেলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার এমন সাফল্যে আমরা গর্ববোধ করি। হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

হাইমচর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি জনাব, মোঃ খুরশিদ আলম তার লেখনীতে হাইমচরের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা অসঙ্গতি তুলে ধরে দীর্ঘদিনযাবত সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং দুরদর্শিতার পরিচয় দিয়ে এসেছেন। তারই স্বীকৃতিস্বরুপ হাইমচরের সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন যাবত হাইমচর প্রেসক্লাব সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।

তিনি দূর্যোগে, দূর্বিপাকে হাইমচরের মানুষের পাশে থেকেছেন। গরীব, দুঃখী অসহায় মানুষের কণ্ঠে কথা বলেছেন। সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তার ইতিবাচক কর্মকান্ডের ফলস্বরুপ সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে তিনি হাইমচর উপজেলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

আমরা সাংবাদিক সমাজ গর্ব করার মত একটা উপলক্ষ পেয়েছি। জনাব, মোঃ খুরশিদ আলম শিকদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, সোমবার হাইমচর উপজেলার জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তালা প্রতীকে নির্বাচিত হন তিনি। নির্বাচনে মোট ভোটার ছিলো ৮০জন। মোঃ খুরশিদ আলম ৪২ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবির হোসেনকে পরাজিত করেন।

আলমগীর হোসেন আসিফ

Related posts

Leave a Comment