মোঃ আলমগীর হোসেন (আসিফ)
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ
২৩’শে জুন(শুক্রবার) হাইমচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে- দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর আনন্দ র্যালী উপজেলা সদর আলগী বাজারের বিভিন্ন পয়েন্ট পদক্ষিন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও কেক কাঁটা হয়।
আলোচনা সভায় হাইমচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও জিএম জাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী(চেয়ারম্যান হাইমচর উপজেলা পরিষদ)বলেন, ১৯৪৯ সাথে ২৩’শে জুন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামীলীগ। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে অবমুক্ত করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিনির্মান করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এমএ বাসার, জেলাপরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খুরশিদ আলম শিকদার, হাইমচর উপজেলা যুবলীগের সদস্য ইসমাইল আখন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লায়লা আঞ্জুমান বানু, মুনসুর আহাম্মেদ পাটোয়ারী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মেদ পাটোয়ারী, সাবেক ডেপুটি কমান্ডার বারেক বকাউল, হাইমচর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটওয়ারী।
তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন-বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে আমরা পেতামনা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির ও উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আলগী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদুর সরহমান উজ্জল,সাধারণ সম্পাদক বাচ্চু খাঁন, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আহাম্মেদ দেওয়ান,সাধারণ সম্পাদক এস এম কবির হোসেন।চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহাম্মেদ আলী মাষ্টার,সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন, নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক বাচ্চু সরকার, হাইমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান গাজী,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ ওয়ার্ড ও ইউনিয়নের এবং উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ,সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ পাটোওয়ারী,উপজেলা ছাত্রলীগের যুগ্ন’আহব্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, মোশারফ হোসেন নয়ন, ইমরান হোসেন সহ নেতৃবৃন্দ।