চাঁদপুরে মেঘনার ভাঙন প্রতিরোধে স্থায়ী বাধেঁর দাবীতে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালাসহ অধিকাংশ এলাকা মেঘনার ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবীতে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।
বুধবার দুপুরে ইউনিয়নের ঈশানবালা লঞ্চঘাটে ভাঙনের শিকার নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ভাঙন রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, ব্যবসায়ী আবুল কালাম বেপারী, বাচ্চু পেদা ও শাহিদা বেগম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত কয়েক বছর মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসত বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন। এলাকার প্রতিটি পরিবার ৬/৭ বার নদী ভাঙনের শিকার হয়েছে। তারা সহায় সম্পত্তি হারিয়ে এখন অনেকে ছিন্নমূল। সম্প্রতি আবার নদী ভাঙন তীব্রতা দেখা দিয়েছে। তারা অস্থায়ী কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবী জানান। ইউনিয়নের ৪টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা গতকয়েক বছরের ভাঙনে নদী গর্ভে চলে গেছে। চলতি বর্ষা মৌসুমেও অনেক স্থাপনা ভেঙে যাচ্ছে। সরকার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হাইমচর উপজেলার মানচিত্র থেকে নীলকমল ইউনিয়নটি হারিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

Related posts

Leave a Comment