মোঃ আলমগীর হোসেন আসিফ
২০২২- ২০২৩ অর্থ বছরে চলতি খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায়, হাইমচরে উফশী রোপা আমন ধানের বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ শুভ উদ্বোধন করা হয়।
২২ জুন বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ৩৫০ জন কৃষকের মাঝে প্রতি কৃষক উপশী আমন ধান, ১০ কেজি ডি এ পি ১০ এম উপি সার এবং ৫০০ কৃষকের মাঝে নারিকেল বিতরণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা উপ সহকারী কৃষি অফিসার দেলোয়ার হোসেন (মিন্টু) এর পরিচালনায়, ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সালা, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার,দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। আয়োজনে উপজেলা কৃষি অফিসার।