২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন স্টাফ রিপোর্টার।।

স্টাফ রিপোর্টার।

আমাদের সামনে জেল জুলুম যাই আসুক সেগুলো উপেক্ষা করে সামনে এগিয়ে যাব। যে ১০ দফা দাবি দিয়েছি সেই দাবি আমরা আদায় করব। আমরা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাব এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে।

অবশ্যই সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। ওই নির্বাচন কমিশনারের অধীনেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদগঞ্জ উপজেলা ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মুনির চৌধুরী এসব কথা বলেন।

শুক্রবার ১৬ জুন বিকেল ৪টায় ফরিদগঞ্জ পাটওয়ারী বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির উঠানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা,ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: আবুল কালাম আজাদ।

২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম তপাদার, যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ, ইউনিয়ন যুবদলের সদস্য শরিফ হোসেন, যুগ্ন আহবায়ক জাকির হোসেন, শ্রমিক দলের সভাপতি মোঃ আমির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related posts

Leave a Comment