৩ হাজার ৫শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৫শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ০১১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক এর নেতৃত্বে চাঁদপুর জেলার সদর থানাধীন ০৩নং কয়লাঘাট পন্তুন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ হাজার ৫০০কেজি অবৈধ জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়। এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

Related posts

Leave a Comment