৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী আটক

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।।
চাঁদপুর সদরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩নং হানারচর ইউপির ০৩নং ওয়ার্ডের হরিনা সাকিনের হরিনা ফেরীঘাটস্থ জাহিদ হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০০০ পিস ইয়াবাসহ ০৫জন মাদক ব্যবসায়ীদেরকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার টেকনাফ এলাকার দেলোয়ার হোসেন (৪৩), একই এলাকার ফয়েজ উদ্দিন হারিস (২৮), রেদওয়ান (২৫), সোনা মিয়া (৩৫) ও মো. মিজান (২১)।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. হেলাল উদ্দিন ও এএসআই মো. শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ৫ হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ইয়াবাগুলো টেকনাফ থেকে চাঁদপুরের হরিণাঘাট হয়ে শরিয়তপুর নিয়ে যাওয়ার সময় তারা গ্রেফতার হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের হলেন, মোঃ দেলোয়ার হোসেন (৪৩), পিতা-মৃত নুরুল আলম, মাতা-ছাবেকুন্নাহার, সাং-পশ্চিম সাতঘরিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইকং ইউপি, ফয়েজ উদ্দিন প্রঃ হারিছ (২৮), পিতা-হাজী কালা মিয়া, মাতা-নুর বেগম, সাং-পূর্ব সাতঘরিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইকং ইউপি, রেদোয়ান (২৫), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-শাহিনা আক্তার, সাং-কারাংখালী, নতুন পূর্ব পাড়া, ০৮নং ওয়ার্ড, হোয়াইকং ইউপি, সোনা মিয়া (৩৫), পিতা-মৃত মকবুল আহম্মদ, মাতা-হাজেরা বেগম, সাং-নয়াবাজার, পূর্ব সাতঘরিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইকং ইউপি, মোঃ মিজান (২১), পিতা-আবুল কালাম, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-নয়া বাজার, পূর্ব সাতঘরিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইকং ইউপি, সর্ব থানা-টেকনাফ, সর্বজেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল ধৃত আসামী মোঃ দলেোয়ার হোসনে (৪৩) এর পরহিতি প্যান্টরে ডান পকটে হইতে ০৫টি নীল পলপ্যিাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলটে করয়িা ১০০০ পিস ইয়াবা ট্যাবলটে, ফয়জে উদ্দনি প্রঃ হারছি (২৮) এর পরহিতি প্যান্টরে বাম পকটে হইতে ০৫টি নীল পলপ্যিাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলটে করয়িা ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলটে, রদোয়ান (২৫) এর পরহিতি প্যান্টরে ডান পকটে হইতে ০৫টি নীল পলপ্যিাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলটে করয়িা ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলটে, সোনা মিয়া (৩৫) এর পরহিতি প্যান্টরে ডান পকটে হইতে ৫টি নীল পলপ্যিাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলটে করয়িা ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলটে, মোঃ মজিান (২১) এর পরহিতি প্যান্টরে বাম পকটে হইতে ০৫টি নীল পলপ্যিাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলটে করয়িা ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলটেসহ র্সবমোট ৫০০০(পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলটে, ওজন ৫০০ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০,০০০/- (পনরে লক্ষ) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং- ৬০, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(গ) রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) মোঃ শহিদুল্লাহ, এএসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

Related posts

Leave a Comment