লাইফস্টাইল

ছারপোকা দূর করতে যা করবেন

ছারপোকা এক দুঃসহ যন্ত্রণার নাম। এর আক্রমণ অত্যন্ত বিড়ম্বনার। এদের অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে বিছানা, মশারি, বালিশ থেকে শুরু করে ট্রেন, বাসের আসনও।

আজ আপনাকে জানাবো ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়।

১. পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন
ছারপোকা দমনের জন্য ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা আবশ্যক। ছারপোকা দমনে এটা খুব কার্যকরী ও উপকারী উপায় । আলোর ব্যবস্থা হিসেবে ঘরে ল্যাম্পপোস্ট ব্যবহার করতে পারেন।

২. ভালো কক্ষ নির্বাচন করুন
আপনি যে কক্ষে বসবাস করবেন, সম্ভব হলে সেই কক্ষের পরিবেশের দিকে মনোযোগ দিন। কারণ কক্ষের পরিবেশ স্যাঁতসেঁতে হলে ছারপোকা খুব সহজে তাদের সংসার সাজাতে পারে।

৩. কীটনাশকের ব্যবহার
এটি মোক্ষম উপায়। ঘরে একটি উঁচু স্থানে কীটনাশক রাখুন যাতে শিশুদের নাগালের বাইরে থাকে। ছারপোকা দমনের জন্য কীটনাশক অত্যাবশ্যকীয় একটি উপাদান।

৪. পরিচ্ছন্ন রাখুন বিশ্রামের স্থান
আপনি যেখানে বেশির ভাগ সময় অবস্থান করেন, যেখানে দিনের একটি সময় বিশ্রাম নেন, সেই স্থানের প্রতি যত্নশীল হন।

৫. প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা
আপনার ঘরে যদি ছারপোকা তাদের সংসার করতে থাকে, তাহলে ছারপোকা থেকে বাঁচার জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা অপরিহার্য। যাতে ছারপোকার আক্রমণের শিকার হয়ে পড়লে তখন হাতের কাছে এসব সরঞ্জাম পেয়ে যান।

৬. নিরাপদ রাখুন আপনার ত্বক
ছারপোকা থেকে আপনার ত্বকের সুরক্ষার জন্য ভালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখুন। এতে ছারপোকা আপনার নাগাল পাবে না।

এ ছাড়া ঘরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখবেন না। কারণ সেসব পণ্যের জন্য ছারপোকা আপনার ঘরে গড়ে তুলতে পারে দুর্ভেদ্য ঘাঁটি।

Related Articles

Back to top button